ইসলাহুল মুসলিমীন
4,903 views | Author: বাংলা ইসলামিক বুক | Date: Apr 20, 2015 | Time: 4:44 pm | Category: আশরাফ আলী থানভী রহ. | No Comment
ইসলাহুল মুসলিমীন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
কুরআনের আয়াত ও হাদিসের বাণীর উপকারিতা আমরা সবাই জানি। তাই চলুন রেফারেন্স/প্রমান/সূত্র সহ কিছু কুরআনের আয়াত ও সহীহ হাদীস জেনে নেয়া যাক:
{বিঃদ্রঃ নিচের পবিত্র আল-কুরআনের আয়াত ও পবিত্র হাদিসের বাণীগুলো বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করা। এজন্য বানানে কিছু ভূল-ভ্রান্তি থাকতে পারে বা আমার টাইপিং এ ও কিছু ভূল হতেই পারে। তাই মহান আল্লাহ-তালার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।}
ব্যভিচার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
‘‘তোমরা ব্যভিচারের কাছেও যেও না । নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও অতি মন্দ পথ।’’ (ইসরা:৩২)
রাসূলেকারীম সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
‘‘যখন কোন মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান তার মাথার উপর ছায়ার মত অবস্থান করে যাখন সে বিরত থাকে ঈমান আবার ফিরে আসে।’’ (তিরমিযি:২৫৪৯)
রাসূলে কারীম সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেন:
‘‘আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। দুই চক্ষুর ব্যভিচার হল দৃষ্টি এবং তার দুই কানের ব্যভিচার শ্রবণ, মুখের ব্যভিচার হল কথা বলা, হাতের ব্যভিচার হল স্পর্শ করা ও পায়ের ব্যভিচার হল পদক্ষেপ আর অন্তরে ব্যভিচারের আশা ও ইচ্ছার সঞ্চার হয়, অবশেষে লজ্জাস্থান একে সত্যে অথবা মিথ্যায় পরিণত করে।’’ (মুসলিম:৪৮০২)
‘‘এবং লুতকেও পাঠিয়েছিলাম, সে তার সমপ্রদায়কে বলেছিল, ‘‘তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম-তৃপ্তির জন্য নারী বাদদিয়ে পুরুষের নিকট গমন কর, তোমরা তো সীমালঙ্গনকারী সম্প্রদায়।’’ (আ‘রাফ; ৮০-৮১)
রাসূল সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেন-
‘‘তোমরা কাউকে লূত সমপ্রদায়ের কাজ (সমকাম) করতে দেখলে যে করে এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা কর।’’ (তিরমিযি:১২৭৬)
রাসূল সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামআরো বলেন-
‘‘আল্লাহ তাআলা ঐ ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না, যে কোন পুরুষের সাথে সমাকামিতায় লিপ্ত হয় অথবা কোন মহিলার পিছনের রাস্তা দিয়ে সহবাস করে।’’ (তিরমিযী , সহীহ আল জামে)
আল্লাহ তাআলা বলেন-
‘‘যারা সুদ খায় তারা দাড়াবে ঐ ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দেয়।’’ (বাকারা : ২৭৫)
================================================================================
আজ এই পর্যন্তই। আমাদের ফেসবুক ফ্যান পেজের লিংক http://facebook.com/banglaislamicebook
আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিতে ভূলবেন কিন্তু। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বাংলা ইসলামিক বুক.কম।
Leave a Reply