মুন্তাখাব হাদিস (নির্বাচিত হাদিস) পর্ব-১ কালেমা

| Author: | Date: Feb 04, 2015 | Time: 9:57 pm | Category: দাওয়াত ও তাবলীগ, বাংলা ইসলামিক বই | No Comment

Muntakhab hadith in bangla মুন্তাখাব হাদিস নির্বাচিত হাদীস

বিসমিতায়ালা

মুন্তখাব হাদীস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আসসালামুআলাইকুম। তাবলীগ জামাতের তালিমের জন্য যেসকল হাদীসের কিতাবাদি পড়া বা শোনা হয়ে থাকে তারমধ্যে “মুন্তাখান হাদীস” অন্যতম একটি।

মুন্তাখাব হাদিস বা ‘মুন্তাখাব’ শব্দটি অর্থ হচ্ছে ‘নির্বাচিত’। অর্থাৎ মুন্তাখাব হাদিস এর পূর্ণ অর্থ দাড়ায় “নির্বাচিত হাদিস”। অর্থাৎ এই কিতাবের প্রতিটি হাদিস ই নির্বাচিত এবং ১০০% শুদ্ধ। মুন্তখাব হাদিস কিতাবটিতে কোন জয়ীফ হাদিস নাই। তাই এই ইসলামিক বাংলা বই টি খুবই জনপ্রিয়, বিশেষকরে তাবলীগের সাথী-শুভাকাংঙ্খীদের কাছে এটি খুবই প্রিয় একটি ইসলামি হাদীসের কিতাব। তাই এখন এই মুন্তাখাব হাদীসের ছয়টি অংশের মধ্যে প্রথম অংশটি সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে কালেমায়ে তাইয়্যেবার অংশ।

কালেমায়ে তাইয়্যেবার অংশ থেকে কিছু হাদীস লিখে দিলাম:

হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূল সঃ বলেন, ঈমানের সত্তরটিরও অধিক শাখা রয়েছে। এই সব শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সবচেয়ে নিচু শাখা হচ্ছে হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। ইহা ছাড়া লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা।

                                                                                                                                                                                     -মুসলিম

হযরত আবু বকর (রাঃ) বলেন, রাসূল (সঃ) এরশাদ করেন, যে ব্যক্তি সেই কালেমা গ্রহণ করিবে যাহা আমি আমার চাচা আবু তালিবের নিকট পেশ করার পর তিনি প্রত্যাখ্যান করিয়াছিলেন, সেই ব্যক্তির জন্য কালেমা মুক্তির উপায় হবে।                                          – মোসনাদে আহমদ

হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূল সঃ বলেন, তোমরা তোমাদের ঈমানকে সতেজ করিতে থাকো। প্রশ্ন করা হইল কিভাবে আমরা ঈমান সতেজ করিবো? তিনি বলিলেন বেশী পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে থাকো।                                     – মোসনাদে আহমদ

হযরত আবু জাবের (রাঃ) বলেন, রাছূল (সঃ) কে আমি বলতে শুনিয়াছি, সকল জিকিরের মধ্যে উত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সকল দো’আর মধ্যে উত্তম দো’আ হইলো আলহামদু লিল্লাহ।                                                                                         – তিরমিজি

ফায়দাঃ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হওয়ার কারণ, সমগ্র দ্বীন ইহার উপর নির্ভরশীল ইহা ছাড়া ঈমান ঠিক হয় না এবং কেহ মুসলমান হইতে পারে না। আলহামদু লিল্লাহ কে সর্বোত্তম দো’আ বলার কারণ, দাতার প্রশংসা করার উদ্দেশ্য হইলো চাওয়া ও আবেদন করা। আর দোয়া হইতেছে আল্লাহ তায়ালার নিকট চাওয়ার নাম।                                                                                                           – মাজহারে হক।

এই রকমের শত শত সহীহ হাদীস পাবেন এই কিতাবটিতে ডাউনলোড করে সম্পূর্ণটা পড়ে নিন।

================================================================================

bangla islamic book bangla book, islamic book bangla quran বাংলা কুরআন Bangla Bukhari বাংলা বুখারী শরীফ bangla kitab বাংলা কিতাব bangla book, bangla book download মুন্তাখাব হাদীস bangla book pdf boi আল্লাহ, মুহাম্মদ স.}

All kinds of bangla islamic book & bangla islamic Content free download

বাংলা ইসলামিক বুক

আসসালামুআলাইকুম। আমি একজন অতি নগন্য সাধারণ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতেই পছন্দ করি। একটি সু-বিশাল লাইব্রেরীতে এসিস্ট্যান্ট লাইব্ররিয়ান হিসাবে কর্মরত আছি। তাছাড়া ব্লগিং আমার কাছে খুবই পছন্দনীয় একটি বিষয়। তাই চেষ্টা করছি- “আমার ব্লগিং জ্ঞান ও দক্ষতা দিয়ে যদি বিন্দু পরিমাণও দ্বীনের দাওয়াতের খেদমত করতে পারি, তাও নিজের জীবনকে ধন্য মনে করবো।”

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply

error: Content is protected !!